২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:০৬

ছাত্রলীগের সাধারন সম্পাদককে ঘিরে রেখেছে যারা

ঢাকা : ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে জায়গা নিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানিকে সবসময় ঘিরে রেখেছে বেশ কিছু অছাত্র, মাদকাশাক্ত, চাকরী জীবিসহ বয়সউত্তীর্নরা। ত্যাগি ও সৎ নেতা-কর্মীদের কমিটিতে রাখতে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা থাকলেও এবারের ছাত্রলীগের কমিটিতে জায়গা নিতে লবিং করছে এরকমই কিছু মানুষ।

কিশোরগঞ্জ-২ আসনে সদ্য সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সোহরাব উদ্দিন যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে মনোনয়ন বঞ্চিত হয়। আর তারই পুত্র তৌফিকুল ইসলাম সাগর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে জায়গা নিতে ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানীকে বিভিন্ন সময় দামী দামী উপহার দিয়ে আসছেন। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা কর্মীদের সাধারণ জীবন যাপন কারীদের প্রাধন্য দিলেও তৌফিকুল ইসলাম সাগরের রয়েছে বিলাসবহুল জীবন যাপনের অভিগ্যতা। বর্তমানে তিনি নিজ মালিকানায় হ্যারিয়ার গাড়িতে চলাফেরা করেন এবং তার উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বারেরও মালিক তিনি। এছাড়া জানা গেছে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যে টয়য়োটা নোয়াহ গাড়ীটি ব্যবহার করেন সেটাও তারই দেয়া।

বয়স উত্তিন্ন ও অছাত্র তানজীল ভূইয়া তানভীর এবং চাকুরী থেকে দীর্ঘমেয়াদের ছুটি নিয়ে সেনা সদস্য এস এম টিপু ও গাড়ি ব্যাবসায়ি ইছা ইসলাম সহ বেসকয়েকজন কমিটিতে জায়গা নিতে সার্বক্ষনিক ছাত্রলীগ সেক্রেটারির বাসার বেডরুম ও ব্যাক্তিগত গাড়ি সহ সারবক্ষনিক ঘিরে রেখে পরিশ্রমী ও ত্যাগিদের দুরে সরিয়ে দিচ্ছে তারা।

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৯ ৩:১৩ অপরাহ্ণ