১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৮

যশোরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

যশোর শহরে ফের অশান্ত হতে শুরু করেছে। ক্ষমতাসীন দলের আভ্যন্তরীণ রিরোধে বাড়ছে সহিংসতা। বাড়ছে বোমাবাজি আর গোলাগুলির ঘটনা। তারই ধারাবাহিকতায় রোববার গভীর রাতে যশোর শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহবুব রহমান ম্যানসেল (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে যশোর শহরের ষষ্ঠিতলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহতের স্বজনরা বলছেন, পুলিশ ম্যানসেলকে ঘর থেকে তুলে নিয়ে বামপায়ে গুলি করে। পুলিশ বলছে, ক্ষমাসীন দলের বিবদমান দুই পক্ষের গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায় এবং গুলিবিদ্ধ অবস্থায় ম্যানসেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে।
আহতের বাবা মোহাম্মদ আলমাস বলেন, রাতে ম্যানসেল বাসার নিচতলায় ঘুমিয়ে ছিল। রাত আড়াইটার দিকে সাদা পোশাকের একদল পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। এরপর তারা ম্যানসেলকে তুলে নিয়ে বাড়ির ছাদে নিয়ে যায়। পরে গুলির শব্দ শুনি। আমরা কেউ ঘটনাস্থলে যেতে পারিনি।
কেননা বাড়ির দরজা পেছন থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে হাসপাতালে গিয়ে দেখি ছেলের বামপায়ে গুলির জখম।
আহতের মামা এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান ইমাম লাল বলেন, গভীর রাতে ষষ্ঠিতলাপাড়ার কয়েকটি বাড়ির সামনে অনেক পুলিশ অবস্থান নেয়। তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। গালিগালাজ করতে থাকে বাড়ির লোকজনকে। এমনকী তারা আমার পরিবারকে ‘রাজাকারের বাচ্চা’ বলেও গাল দেয়। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনতে পাই। সে সময় আমরা ঘর থেকে বের হতে পারিনি। কেননা আমাদের ঘরের বাইরে থেকে দরজার হ্যাজবল্ড লাগানো ছিল।
তিনি জানান, ওইসময় পুলিশের ছোড়া ইটপাটকেলে আমার ঘরের জানালার কাচ ভেঙে যায়। তারা মোটরসাইকেল ও প্রাইভেট কারে লাঠি দিয়ে আঘাত করে।
যশোর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু বলেন, কিছুদিন আগে ম্যানসেলের স্ট্রোক হয়। তার শরীরের ডান পাশ প্রায় অবশ। তিনি বাড়িতেই বেশিরভাগ সময় থাকতেন। গতরাতে পুলিশের সঙ্গে মুখবাঁধা অবস্থায় শহরের চিহ্নিত কতিপয় সন্ত্রাসী ষষ্ঠিতলাপাড়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।
যশোর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক সার্জন আব্দুর রউফ জানান, আহতের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। দ্রুত ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করালে হয়তো তার পা রক্ষা করা যাবে।
জানতে চাইলে যশোর কোতয়ালী থানার ওসি অপূর্ব হাসান বলেন, রাত দুইটার দিকে আমরা খবর পাই, ষষ্ঠিতলাপাড়া এলাকায় সরকারী দলের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং ম্যানসেলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেই। তিনি দাবি করেন, পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৯ ৬:১৮ অপরাহ্ণ