১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৬

ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় আরো একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেলকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় দিদারুল ইসলাম প্রকাশ টেডি দিদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নগরের সিটি গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, গ্রেফতার হওয়া টেডি দিদার ‘কিলিং স্কোয়াডের’ সদস্য ও সোহেলকে ছুরিকাঘাতকারী। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন এলাকা থেকে টেডি দিদারকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ৭ জানুয়ারি পাহাড়তলী বাজারে ‘গণপিটুনির ঘটনায় নিহত হন’ সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল। তখন স্থানীয় ব্যবসায়ী ও পুলিশের পক্ষ থেকে মহিউদ্দিন সোহেলকে ‘সন্ত্রাসী ও চাঁদাবাজ’ হিসেবে দাবি করা হয়। পরে মহিউদ্দিন সোহেলের ছোট ভাই মো. শাকিরুল ইসলাম শিশির দাবি করেন মহিউদ্দিন সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরদিন রাতে রাতে ডবলমুরিং থানায় স্থানীয় কাউন্সিলর সাবের আহমেদ, জাতীয় পার্টির নেতা ওসমান খানসহ ২৭ জনকে এজাহারনামীয় ও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন শিশির।

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৯ ৯:১৫ অপরাহ্ণ