খেলা ডেস্ক
ক্লাব রেকর্ড গড়ে ফ্রেঞ্চ ক্লাব নান্টেস থেকে তাকে দলে নিয়েছিল কার্ডিফ সিটি। সোমবার সাবেক সতীর্থদের থেকে শেষবিদায় নিতে ফ্রান্সে এসেছিলেন এমিলিয়ানো সালা। বিদায় নিয়ে মঙ্গলবারই উড়াল দিয়েছিলেন ইংল্যান্ডের উদ্দেশ্যে। কিন্তু এরপর থেকে আর কোনও হদিস পাওয়া যাচ্ছিল না তার। ঐ সময়ই চ্যানেল আইল্যান্ডের কাছাকাছি জায়গায় রাডার থেকে নিখোঁজ হয়ে গেছে একটি পাইপার মালিবু উড়োজাহাজ। কার্ডিফ সিটি বলছে, ওই উড়োজাহাজে করেই ক্লাবে আসার কথা ছিল সালার। এরপর থেকেই নিখোঁজ আছেন আর্জেন্টাইন স্ট্রাইকার এবং এয়ারক্রাফটটির পাইলট ডেভিড ইবটসন। সেই মঙ্গলবার থেকে তাকে তন্নতন্ন করে খুঁজতে থাকে গিয়েরেন্সি পুলিশ। কিন্তু আজও তার সন্ধান না পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে খোঁজ অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে তারা।
এক বিবৃতিতে পুলিশ প্রধান জানিয়েছেন, “আমরা টানা তিনদিন তাদের (সালা এবং পাইলট ইবটসন) অনবরত খোঁজ করেছি। আমাদের পুরো দল উঠেপড়ে লেগেছিল। প্রায় ৮০ ঘণ্টা ধরে মোট ৮টি এয়ারক্রাফট খুঁজেছে। দুটো লাইফবোটও আমরা ব্যবহার করেছি। নিখোঁজের দিন থেকে মোবাইল ডাটা দিয়েও খোঁজের চেষ্টা করেছি, কিন্তু তাদের বা এয়ারক্রাফটের কোনও হদিস পাই নি। এখনও তাদের বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। আমরা নিজেদের সর্বোচ্চ দিয়েও না পেরে দু:খ-ভারাক্রান্ত মনে খোঁজের অভিযান সমাপ্তির সিদ্ধান্তে উপনীত হয়েছি। তাদের দুজনের পরিবারকেই এ ব্যাপারে অবগত করা হয়েছে। আশা করি তারা এই কঠিন সময়টা ধৈর্য ধরে পার করতে পারবেন। আমাদের সবার প্রার্থনা রইল। আমরা দু:খিত।”
পুলিশরা হাল ছাড়লেও ভেঙ্গে পড়ছে না সালা পরিবার। সালার বোন, রোমিনার সালার দৃঢ় বিশ্বাস; এখনও বেঁচে আছে তার ভাই। গিয়েরেন্সি পুলিশদের কাছে রীতিমত আকুতি জানিয়েছেন অভিযান চালিয়ে যেতে, “আপনারা যেভাবেই হোক আমার ভাইয়ের খোঁজ চালিয়ে যান। ও একজন যোদ্ধা, আমি জানি সে এখনও বেঁচে আছে। দরকার হলে আমি নিজে এসে আপনাদের সাহায্য করব।” সালা পরিবারের মতই স্ট্রাইকারের নিখোঁজ হওয়ার খবরে বেশ ব্যথিত কার্ডিফ সিটির সবাই, জানিয়েছিলেন মালিক ভিনসেন্ট তান, “ওর নিখোঁজ হওয়ার খবরে আমরা বেশ দুঃখিত। এমন খবর আমাদের সবাইকেই মানসিকভাবে বেশ প্রভাবিত করেছে। দলের খেলোয়াড়েরাও ওর জন্য প্রার্থনায় মগ্ন। আশা করি এমিলিয়ানোকে খুঁজে পাওয়া যাবে শীঘ্রই।”
তবে আপাতত হচ্ছে না সেটা।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

