১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৩

বিএনপি নির্বাচনে এলে প্রার্থী তাবিথ আউয়াল

নিজস্ব প্রতিবেদক

একাদশ সংসদ নির্বাচনে পর বর্তমান সরকার ও ইসির অধীনে নির্বাচনে না যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তাই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনের জন্য আওয়ামী লীগ ইতিমধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও বিএনপি নীরব। যদিও বিএনপি মহাসচিব জানিয়েছেন, আজ রাতের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপি সূত্র জানায়, শেষ পর্যন্ত যদি উপনির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রে আগের প্রার্থী তাবিথ আউয়ালকেই মনোনয়ন দেবে দলটি।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদটি শূন্য হয়। এরপর মেয়র পদে উপনির্বাচনসহ দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ড এবং সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু রিট করলে আদালতের আদেশ নির্বাচন স্থগিত রাখা হয়। গত ১৬ জানুয়ারি উচ্চ আদালত রিট খারিজ করে দিলে নির্বাচনের সুযোগ তৈরি হয়। এরপর নির্বাচন কমিশন আবারও তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী, ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

যদিও এ মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের মধ্যে নানামুখী চিন্তা-ভাবনা রয়েছে। এদের একটি অংশ মনে করছে, উত্তর সিটি কর্পোরেশনের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। তাই নির্বাচনের পর বর্তমান সরকার ও ইসির অধীনের নির্বাচনের না যাওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখানে অটল থাকায় ভালো হবে।

প্রকাশ :জানুয়ারি ২৪, ২০১৯ ১:১২ অপরাহ্ণ