১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৪

গোঁফ রাখলেই বাড়তি ভাতা পাবে পুলিশ!

রকমারি ডেস্ক
অনেকেই শখ করে গোঁফ রাখেন। তবে গোঁফ রাখলে অতিরিক্ত ভাতা পাবেন পুলিশ সদস্যরা। শুনতে অবাক লাগলেও এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারতের উত্তর প্রদেশের পুলিশ প্রশাসন। গোঁফওয়ালা পুলিশের গোঁফের পরিচর্যার জন্য মাসে বাড়তি ২০০ রুপি ভাতা দেবে তারা!

উত্তর প্রদেশের ‘প্রভিন্সিয়াল আর্মস কনস্টাবুলারি’ বা প্যাক পুলিশদের গোঁফ রাখতে অনুপ্রাণিত করার জন্য প্রতি মাসে ভাতার পরিমাণ ৫০ থেকে বাড়িয়ে ২৫০ করার সিদ্ধান্ত নেয়। গোঁফ পরিচর্যার জন্য এই বাড়তি ২০০ রুপি পাবেন কেবল গোঁফওয়ালা পুলিশ সদস্যরাই। আগে দেওয়া হতো ৫০ রুপি।

উত্তর প্রদেশ পুলিশের এডিজি বিনোদ কুমার সিং বলেন, ‘সব পুলিশের এমন গোঁফ থাকলে এই বাহিনী একটি আলাদা রূপ নেবে। রাজ্যের পুলিশের অন্য বাহিনীর চেয়ে এই বাহিনীকে অন্যভাবে চেনা যাবে।’

তিনি বলেন, ‘গোঁফ রাখার জন্য তিনি কাউকে জোর করবেন না।’

এই সিদ্ধান্তে খুশি এই রাজ্যের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। তারাও বলছেন, ‘অতীতে পুলিশের গোঁফ রাখার ঐতিহ্য আবার ফিরে আসবে।’

প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৯ ৫:৪৩ অপরাহ্ণ