ফেব্রুয়ারিতেই বৈঠকে বসছেন ট্রাম্প-কিম
আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৯, শনিবার
ফেব্রুয়ারিতেই বৈঠকে বসছেন ট্রাম্প-কিম
আগামী ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয় দফায় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে বৈঠকের সুনির্দিষ্ট তারিখ ও স্থান সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
শনিবার (১৯ জানুয়ারি) হোয়াইট হাউজের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়েছে।
ওয়াশিংটন সফরকারী উত্তর কোরিয়ার একজন মধ্যস্থতাকারী কিম ইয়ং চোলে শুক্রবার ট্রাম্পের সাথে দেখা করেন।
এরপর হোয়াইট হাউজ ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতার মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের সময় ঘোষণা করে।
ভিয়েতনামে এই বৈঠক হতে পারে বলে আলোচনা রয়েছে।
উল্লেখ্য, গেল বছরের জুনে সিঙ্গাপুরে পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে প্রথম বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

