১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

যে কারণে ঐক্যফ্রন্টের বৈঠকে নেই বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কোনো প্রতিনিধি ছাড়া এই প্রথম জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে বিএনপির সদস্যদের উপস্থিত না থাকা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির দুই ঘণ্টা বৈঠক চলে। বৈঠকে জোটের সব দলের শীর্ষ নেতা ও প্রতিনিধিরা থাকলেও জোটটির সবচেয়ে বড় শরিক বিএনপির কেউ ছিলেন না।

এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘মির্জা ফখরুল অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। তাদের একটা আলোচনা চলছে অন্য বিষয়ে। আসার কথা ছিল আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের। তারাও একটা জায়গায় আটকা পড়েছেন। হয়তো পরবর্তী বৈঠকে আমরা একসঙ্গে বসব।’

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের বৈঠকে আমাদের মহাসচিব যান। তিনি বলতে পারবেন।’ ঐক্যফ্রন্ট থেকে তার এবং গয়েশ্বর চন্দ্র রায়ের যাওয়ার কথা জানানো হয়েছে—এ ব্যাপারে মঈন খান বলেন, ‘আমি সঠিক জানি না।’

আজকের বৈঠকে বিএনপির না থাকা নিয়ে ঐক্যফ্রন্টের একজন শীর্ষ নেতা বলেন, ‘আমাদের বলা হয়েছে, বিএনপি অফিস থেকে জানানো হয়েছে যে আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় বৈঠকের জন্য রওনা হয়েছেন।’ এই নেতা আরও বলেন, ‘বৈঠকটি গতকাল বুধবার হওয়ার কথা ছিল। আ স ম রব ও মাহমুদুর রহমান মান্না সময় দিতে না পারায় বৈঠকটি আজ হয়েছে।’

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৯ ২:১৪ অপরাহ্ণ