ডেস্ক রিপোর্ট:
টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ শর্মা ওলি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। বার্তায় তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে। শেখ হাসিনার সাফল্য এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন চীনের প্রধানমন্ত্রী।
প্রেস সচিব জানান, নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ শর্মা ওলিও শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বার্তায় তিনি শেখ হাসিনার সাফল্য এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।- বাসস
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

