১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে রাজধানীতে আটক ৮

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানিমূলক ভিডিও ছড়ানোর দায়ে আট জনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপর রয়েছে। বিভিন্ন সময়ে গুজব ও উস্কানিমূলক ভিডিও ছড়িয়ে আসছে এই চক্রটি। গুজব ছড়ানোর দায়ে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকা থেকে মোট ৮ জনকে আটক করা হয়েছে।

প্রকাশ :ডিসেম্বর ২৯, ২০১৮ ১০:৫০ পূর্বাহ্ণ