১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৩

বেবী নাজনীনকে ধানের শীষ দিতে ফখরুলের চিঠি

ডেস্ক রিপোর্ট:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে ধানের শীষ প্রতীক দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ আসনের ধানের শীষের প্রার্থী ছিলেন মো. আমজাদ হোসেন সরকার। সৈয়দপুর পৌরসভার মেয়র পদে বহাল থাকার কারণে সোমবার উচ্চ আদালতে তার প্রার্থিতা স্থগিত হয়। ফলে মঙ্গলবার এ চিঠি দেয়া হয়।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এখন রিটার্নিং কর্মকর্তার উপর নির্ভর করছে সবকিছু।

প্রকাশ :ডিসেম্বর ২৬, ২০১৮ ৯:৪৪ পূর্বাহ্ণ