১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৪

ভারতে কৃষকদের ডাকা বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ৫ জন

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মধ্যপ্রদেশে ফসলের ন্যায্য দাম এবং ঋণ মওকুফের দাবিতে কৃষকদের ডাকা বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাজ্যের মন্দসৌরে কৃষকদের উপর এই বেপরোয়া গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর আনন্দবাজার’র। এছাড়া রাজ্যের একাধিক জায়গায় কারফিউ জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়া ঠেকাতে বহু এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।

পুলিশের গুলিতে কৃষক নিহতের প্রতিবাদে বুধবার রাজ্যে বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস। নিহত কৃষক পরিবারগুলোকে সমবেদনা জানাতে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর মন্দসৌর যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে কংগ্রেস সূত্র জানিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের প্রশাসন। নিহত কৃষকদের পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দেয়া হয়েছে। ঘটনায় তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে। রাতের দিকে ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে এক কোটি করা হয়েছে।মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলোয় কৃষকদের দুরবস্থা নিয়ে সরব বিরোধীরা। তাদের বক্তব্য, নরেন্দ্র মোদি কৃষকদের উন্নতি নিয়ে অনেক কথা বললেও তার তিন বছরের শাসনে কৃষকদের অবস্থা ক্রমশ খারাপ হয়েছে।
নিজেদের উৎপাদিত পণ্যের উচ্চ মূল্যের পাশপাশি ঋণ মওকুফের দাবিতে ১ জুন থেকে ১০ দিনের ধর্মঘট শুরু করে মধ্যপ্রদেশের কৃষকরা। বৃহস্পতিবার থেকে তারা পণ্য সরবরাহ বন্ধ করে দিলে মুম্বাই ও পুনের মত শহরগুলোতে সবজি ও দুধের দাম একলাফে প্রায় ৫০ শতাংশ যায়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৭, ২০১৭ ১:০৩ অপরাহ্ণ