১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪২

আমজাদ হোসেনের মরদেহ আসছে শুক্রবার

জানা গেছে, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের সব ধরনের প্রশাসনিক কাজ তিন দিন আগেই শেষ হয়েছিল।

তবে আমজাদ হোসেনের মরদেহ দেশে আনার ব্যাপারে আর্থিক জটিলতা তৈরি হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পাওয়া ৪২ লাখ টাকার অনুদানের বাইরেও বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসাবাদ খরচ হয়েছে আরও ৬১ লাখ টাকা।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে।

বিল পরিশোধের পর আগামীকাল বৃহস্পতিবার রাতে অথবা পরশু শুক্রবার আমজাদ হোসেনের মরদেহ দেশে আনা হবে।

বুধবার সন্ধ্যায় ফরিদুর রেজা সাগর গণমাধ্যমকে বলেন, সবকিছু গুছিয়ে আনা হয়েছে। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, তারা আমজাদ হোসেনের মরদেহ বিনা খরচে দেশে নিয়ে আসবে।

ঢাকার পর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে টানা ১৬ দিন চিকিৎসার পর গত শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে মারা যান কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী ও লেখক আমজাদ হোসেন।

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৮ ১০:১৫ পূর্বাহ্ণ