সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক এবং জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মো. রুহুল আমিন বলেছেন, দেশে মেয়েদের ফুটবলে উন্নতি হয়েছে। তিনি এ উন্নয়নের পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক স্কুল ফুটবল টুর্নামেন্টের ভূমিকার কথা উল্লেখ করেছেন।
বুধবার মহাখালীতে নিজ কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে তিনি বাফুফের কার্যক্রমের কঠোর সমালোচনা করলেও মেয়েদের ফুটবল যে এগিয়ে গেছে তা উল্লেখ করেছেন। বাফুফের আগামী নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয়া রুহুল আমিন তরফদার বলেছেন ‘মেয়েদের ফুটবলে উন্নতি হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক স্কুল ফুটবল টুর্নামেন্টের কারণে। শুধু আগায়নি ছেলেদের ফুটবল, এ অবস্থা মেনে নেয়া যায় না।’
সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, দেশের ফুটবল সঠিক পথেই রয়েছে। এ মন্তব্যের প্রতিক্রিয়া জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তরফদার মো. রুহুল আমিন। তিনি বলেন, ‘ফুটবলে খামখেয়ালিপনার স্থান নেই। বরং বাস্তবতাকে স্বীকার করে উন্নয়নের জন্য সঠিক পদক্ষেপ নেয়ার মাঝেই রয়েছে সাফল্যের চাবি।’
তরফদার মো. রুহুল আমিন আরও বলেন, ‘বাংলাদেশের ফুটবল র্যাংকিং এখন ১৯২। গত ১১ বছরে এই র্যাংকিং নিচেই নেমেছে। দেশের মানুষ ফুটবল বিমুখ হয়ে পড়েছে, কারণ জাতীয় দলের সাফল্য বলতে কিছু নেই। টানা চারটি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। ফুটবলের বর্ষপঞ্জী কখনই মানা হয় না। ১ম, ২য় ও ৩য় বিভাগ ফুটবল লীগসমূহ পুরোপরি অনিয়মিত। এর পরেও কেউ যদি বলে ফুটবল সঠিক পথেই রয়েছে তবে তা মেনে নেয়া কারো পক্ষে সম্ভব নয়।’
তরফদার মো. রুহুল আমিনের তথ্য মতে, গত ১১ বছরে ১ম বিভাগ ফুটবল লিগ হয়েছে চারবার, ২য় বিভাগ লীগ হয়েছে মাত্র তিনবার, ৩য় বিভাগ লিগ মাঠে গড়িয়েছে চারবার, বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ হয়েছে ছয়বার। ফুটবলার তৈরি করার পাইপলাইন হিসেবে আখ্যায়িত এ লিগগুলো অনিয়মিত হয়ে পড়ায় সৃষ্টি হয়েছে মানসম্পন্ন ফুটবলারের সংকট।
‘গত ১০ বছরে ক্রীড়াসহ দেশের সব ক্ষেত্রে উন্নতি হয়েছে। ক্রিকেট, ভলিবল, হকি, আর্চারি সহ বিভিন্ন খেলায় উন্নতি হয়েছে এবং লাল সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে দৃশ্যমান হয়েছে। তবে ফুটবল চলছে শম্ভুক গতিতে। ফুটবল উন্নয়নে দেশের ফুটবল কাঠামোয় ব্যাপক পরিবর্তন জরুরী’- বলেছেন তরফদার মো. রুহুল আমিন।