আইপিএলের ১২তম আসরের নিলামে অবিক্রিত থেকে গেছেন বড় বড় তারকা। তার মধ্যে ওপরের দিকে থাকবেন ম্যাককুলাম, কোরি অ্যান্ডারসন, ডেল স্টেইন, ক্রিক ওকসরাও। এছাড়া ভারতের পূজারা, নমান ওঝা, মনোজ তিওয়ারিরা অবিক্রিতের তালিকায় আছেন। আইপিএল নিলামে থাকা বাংলাদেশের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহও দল পাননি।
মুশফিক ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ক্যাটাগরিতে। আর মাহমুদুল্লাহ ছিলেন অলরাউন্ডার ক্যাটাগরিতে। দু’জনেরই ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি। এদের মধ্যে মুশফিক নিলামে উঠলেও দল পাননি তিনি। উইকেটরক্ষক ক্যাটাগরিতে থাকা লুক রনকি, কুশল পেরেরারও অবিক্রিত থেকে গেছেন।
আইপিএলের আগামী আসরের জন্য নিলামে রাখা হয় ৩৫১ জন ক্রিকেটারকে। এদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন ক্রিকেটার দল পাওয়ার কথা। কিন্তু নিলামে বিক্রি হয়েছেন ৬০ জন ক্রিকেটার। এদের মধ্যে ৪০ জন ভারতীয় এবং বাকি ২০ জন ক্রিকেটার বিদেশি।
আইপিএল নিলাম থেকে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার। এদের মধ্যে জয়দেব উদানকাতরা রাজস্থানে গেছেন ৮ কোটি ৪ লাখ রুপিতে। আর ভারতের হয়ে কোন ম্যাচ না খেলা রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে ৮ কোটি ৪ লাখ রুপিতে দলে নিয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব।
বিদেশে ক্যাটগারির ক্রিকেটারদের মধ্যে চড়া দাম পেয়েছেন স্যাম ক্যারান, কলিন ইনগ্রাম, মুহিত শর্মা, সিমরন হেটমায়ার, কার্লোস ব্রাথওয়েট, আক্সার প্যাটেলরা। আইপিএলের আগামী আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকল বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দরাবাদ তাকে আগে থেকেই দলে রেখে দেয়।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

