১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৩

জাতীয় প্রেস ক্লাব নির্বাচন : সভাপতি সাইফুল সম্পাদক ফরিদা

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টায় প্রধান নির্বাচন কমিশনার মো.শাহ আলমগীর এ ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে সাইফুল আলম ৬২১ ভোট পেয়ে নির্বাচিত হন । সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন ৫৬৯ ভোট পান।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্য়ন্ত ভোট গ্রহণ হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার ২১২ জন। এর মধ্যে ভোট দেন ১০৬৭ জন।

১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির মধ্যে অন্যান্য বিজয়ীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে বাসসের ওমর ফারুক। ওমর ফারুক পান ৪৪২ ভোট ।

সহ-সভাপতি পদে ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন বাংলাদেশের খবরের আজিজুল ইসলাম ভূঁইয়া।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত দুজন হলেন দৈনিক সমকালের শাহেদ চৌধুরী ও দৈনিক ইত্তেফাকের মাইনুল আলম। শাহেদ চৌধুরী ৫৯৯ ভোট ও মাইনুল আলম পান ৫৫৪ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক ভোরের কাগজের শ্যামল দত্ত।

সদস্য পদে নির্বাচিতরা হলেন- আনন্দ বাজার পত্রিকার কুদ্দুস আফ্রাদ (৫১৫), মাছরাঙ্গা টেলিভিশনের রেজোয়ানুল হক রাজা (৪৮৪), দৈনিক ইত্তেফাকের শামসুদ্দিন আহমেদ চারু (৫০৯), ডেইলি অবজারভারের শাহনাজ বেগম (৪৬২), চ্যানেল আইয়ের কল্যাণ সাহা (৪৩৯), আমাদের দেশের সৈয়দ আবদাল আহমেদ (৪৪৭), নিউএজের সানাউল হক (৪৪২), সিনিয়র সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক (৪২৯), হাসান আরেফিন ও বখতিয়ার রানা।

প্রকাশ :ডিসেম্বর ১৮, ২০১৮ ৮:৪৫ অপরাহ্ণ