১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:৫০

পটুয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

নিজস্ব প্রতিবেদক:

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) তবিবুর রহমানের সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান।

উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সরকারি জুবিলী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৭, ২০১৭ ১২:৪৬ অপরাহ্ণ