২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৪৩

ভিত্তি মূল্যে মুম্বাই কিনল মালিঙ্গাকে

গেল আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং পরামর্শক ছিলেন লাসিথ মালিঙ্গা। বুমরাহ-মুস্তাফিজদের পরামর্শ দিয়েছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দল থেকে ছেড়ে দেয় গতবার। কিন্তু মালিঙ্গা আবার ফিরেছেন। শ্রীলংকার সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক করা হয়েছে তাকে। নিজের ফিটনেস নিয়ে কাজ করেছেন। দলে ফিরে ভালোও করছেন তিনি। তাই মুম্বাই ইন্ডিয়ান্স আগামী আসরের জন্য তার ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছেন মালিঙ্গাকে।

এছাড়া জয়দেব উদানকাতরাকে ৮ কোটি ৪ লাখ রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়েলস। এর আগের মৌসুমে তিনি ছিলেন একই ক্লাবে। ঋদ্ধিমান সাহকে নিয়েছেন হায়দরাবাদ। এই তিন তারকাকে যারা ছেড়ে দিয়েছিল তারাই আবার দলে নিয়েছে তাদের। গেলবারের উদানকাতরার দাম ছিল সাড়ে এগারো কোটি রুপি। এতো দামে রাজস্থান তাকে ধরে রাখেনি। কিন্তু এবারও দামি খেলোয়াড় হিসেবে দল পেলেন তিনি।

ওদিকে ব্রাথওয়েটকে কলকাতা নাইট রাইডার্স ৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাব তাদের সঙ্গে লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত দিনেশ কার্তিক তার জন্য ৫ কোটি রুপির কার্ড উচিয়ে ধরেন। এছাড়া আক্সার প্যাটেলকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তার জন্য তারা খরচা করেছে ৫ কোটি রুপি। নিকোলাস পরানকে ৪ কোটি ২ লাখ রুপিতে দলে নিয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের নতুন বিস্ফোরণ ব্যাটসম্যান সিমরন হেটমায়ারকে ৪ কোটি ২ লাখ রুপিতে দলে নেয় কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি। কিংস ইলিভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালস তাকে কিনতে উঠে পড়ে লাগে। ৭০ লাখ রুপি শুরু হয়ে তার দাম থামে ৪ কোটির উপরে গিয়ে। তবে মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককুলাম দল পাননি।

প্রথমে নিলামে ওঠেন মার্টিন গাপটিল, অ্যালেক্স হেলস, হেটমায়ার, ম্যাককুলাম, চেতেশ্বর পূজারা, মনোজ তিওয়ারি ও হনুমা বিহারি। এদের মধ্যে মনোজ তিওয়ারি, পূজারা ও হেলসে প্রথম নিলামে দল পাননি। সবার আগে দল পান হনুমা বিহারি। ভিত্তি মূল্য ৫০ লাখে থাকা এই ভারতীয়কে দুই কোটি রুপিতে দলে নিয়ে নেয় ভারতের রাজধানী দিল্লির দল।

প্রকাশ :ডিসেম্বর ১৮, ২০১৮ ৬:৪২ অপরাহ্ণ