১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৮

নির্মাতা সাইদুল আনাম টুটুল আর নেই

না ফেরার দেশে চলে গেলেন অভিনয়শিল্পী এবং ছোট ও বড় পর্দার বরেণ্য নির্মাতা ও চিত্র সম্পাদক সাইদুল আনাম টুটুল।

মঙ্গলবার বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাইদুল আনাম টুটুলের ভাতিজা সামিউল আনাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে সাইদুল আনাম টুটুলের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার দুই মেয়ে ঐশী আনাম ও অমৃতা আনাম এখন যুক্তরাষ্ট্রপ্রবাসী। গতকাল সোমবার বড় মেয়ে ঐশী আনাম দেশে ফিরেছেন। আগামীকাল বুধবার ছোট মেয়ে অমৃতা আনাম দেশে ফেরার পর সাইদুল আনাম টুটুলকে দাফন করা হবে।

গত শনিবার রাতে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। এরপর তাকে ল্যাবএইড হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে দ্রুত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

প্রকাশ :ডিসেম্বর ১৮, ২০১৮ ৬:২৪ অপরাহ্ণ