রাজধানীর চকবাজার এলাকা থেকে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। ১১ হাজার ১৫০ পিস ইয়াবাসহ আটককৃত ওই মাদক বিক্রেতার নাম সাইফুল ইসলাম (৩৩)। তিনি একজন পেশাদার মাদক বিক্রেতা। আজ সংবাদ মাধ্যমে পাঠানো র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চকবাজার থানার বকশী বাজার রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাকে আটক করা হয়। এ সময় টয়োটা এক্সিও মডেলের একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। আটক মাদকবিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

