২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৮

শ্রমবাজার বহুমুখীকরণে রেমিটেন্স বাড়ছে

বর্তমান সরকারের বিভিন্ন প্রচেষ্টায় বৈদেশিক শ্রমবাজার বহুমুখীকরণ করা হয়েছে; যার ফলে প্রতিনিয়ত রেমিটেন্সের প্রবাহ বাড়ছে। অতীতে ৯৭টি দেশে বাংলাদেশের কর্মী পাঠানো হতো।

বর্তমানে ১৬৮টি দেশে বাংলাদেশের কর্মী পাঠানো হচ্ছে। বর্তমান সরকারের শ্রম ও কূটনীতির সাফল্যের কারণে এ অর্জন সম্ভব হয়েছে বলে জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রওনক জাহান।

সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৮ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা কলেন। এ সময় উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ ও প্রশাসন) আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব (কর্মসংস্থান) ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিএমইটি মহাপরিচালক সেলিম রেজা প্রমুখ।

রওনক জাহান বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স জাতীয় উন্নয়নের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করছে।

প্রকাশ :ডিসেম্বর ১৮, ২০১৮ ১০:১৪ পূর্বাহ্ণ