১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩১

আমাদের অর্জন নিয়ে মানুষের কাছে যাচ্ছি : সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, আমরা আজ নৌকা ও আওয়ামী লীগের বিজয়ে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা মানুষের কাছে যাচ্ছি, তবে আমরা খালি হাতে যাচ্ছি না। আমরা অর্জন নিয়ে যাচ্ছি। কী সেই অর্জন? বিগত ১০ বছরে আমাদের সরকার নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ে নিয়ে গেছে। পদ্মা সেতু আর অল্প কিছুদিন পর দৃশ্যমান হবে। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দ্রুত গতিতে এগিয়ে চলছে।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের ৮টি নির্বাচনী এলাকায় ৮টি পৃথক সাংস্কৃতিক প্রচার টিমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, বিগত ১০ বছরে আমাদের সরকার নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ে নিয়ে গেছে। পদ্মা সেতু আর অল্প কিছুদিন পর দৃশ্যমান হবে। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দ্রুতগতিতে চলছে। মহাকাশে স্যাটেলাইটের মাধ্যমে প্রিয় পতাকা উড়ছে। দারিদ্র বিমোচন হচ্ছে, বিদ্যুতের উন্নয়ন ঘটছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড গণ মানুষের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে গান ও কথামালার মাধ্যমে নির্বাচনের আগ পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি অলি-গলিতে যাবে বিশেষ এই টিম।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পি মনোরঞ্জন ঘোষাল, নাট্য ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, ফালগুনি হামিদ, নতুন, তারিন, সুইটি, এসডি রুবেল ,চিত্রনায়ক শাকিল খান, জাহেদ খান প্রমুখ।

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৮ ৪:৪৩ অপরাহ্ণ