১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৫

সাতক্ষীরা-৪: ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গ্রেফতার

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার আট ইউনিয়ন) আসনে ২০ দলীয় জোট প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

একই সময়ে গ্রেফতার করা হয়েছে শ্যামনগর উপজেলা পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান জামায়াতের উপজেলা আমির আবদুল বারী, পদ্মপুকুর ইউপি জামায়াতের আমির আবদুর রব এবং জামায়াত নেতা মো. বারী।

রোববার দুপুরে তাদের বাড়ি শ্যামনগরের ইসমাইলপুর ও আটুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম জানান, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে।

এছাড়া মাওলানা বারীসহ অন্যদের বিরুদ্ধেও রয়েছে নাশকতার কয়েকটি মামলা।

এসব মামলায় গ্রেফতারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

প্রকাশ :ডিসেম্বর ১৬, ২০১৮ ৪:২৪ অপরাহ্ণ