১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১২

এখনই সেনা নামান : বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, তাদের কোনো প্রার্থীই প্রচারণা চালাতে পারছেন না। ঢাকায় কেউ নির্বাচনী প্রচারণায় যেতে পারছেন না। পোস্টার লাগাতে দিচ্ছে না। গ্রেফতার করছে। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। আমরা প্রতিরোধ গড় তুললে তখন বিরাট সহিংসতা ঘটবে। তাই এখনই সেনা নামান।

রোববার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) কাছে অভিযোগ জানানো শেষে এসব কথা বলেন তিনি।

ইসিতে একটি লিখিত অভিযোগ দেন তিনি। সেখানে উল্লেখ করা হয়, পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির ওপর হামলা চালানো হয়েছে। হবিগঞ্জে বিএনপির আটজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম-১ আসনে বিএনপির কারাবন্দি প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে গণসংযোগ চালানোর সময় নগর বিএনপির সহ-সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহের ফুলপুরে বিএনপির আট নেতাকর্মীকে গ্রেফতার ও দেড় হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে চিঠিতে অভিযোগ করা হয়।

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমুলক নির্বাচনের জন্য এসব বন্ধে ইসিকে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় চিঠিতে।

প্রকাশ :ডিসেম্বর ১৬, ২০১৮ ৩:২৫ অপরাহ্ণ