১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১২

আ.লীগের ‘ডিজিটাল ইলেকশন ক্যাম্পেইন’ শীর্ষক কর্মশালা আজ

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আওতাধীন তথ্য ও প্রযুক্তি বিষয়ক কমিটির উদ্যোগে ‘ডিজিটাল ইলেকশন ক্যাম্পেইন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

শনিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অথিতি থাকবেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি-২০১৮-এর আওতাধীন তথ্য ও প্রযুক্তি বিষয়ক কমিটির চেয়ারম্যান মোস্তফা জব্বার। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি-২০১৮-এর আওতাধীন তথ্য ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশ :ডিসেম্বর ১৫, ২০১৮ ৯:৪৬ পূর্বাহ্ণ