ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে টাইগাররা। বৃহস্পতিবার বেলা ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়ায় ম্যাচটি। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
প্রথম দশ ওভারে কয়েকটি বাউন্ডারি আর একটি উইকেট ছাড়া তেমন উত্তেজনাপূর্ণ মুহূর্ত ছিল না। বেলা ১২টা ৩৫ মিনিটের দিকে এগারো নম্বর ওভারে বোলিংয়ে আসেন মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি বোলিংয়ে আসার সাথে সাথেই যেন প্রাণের সঞ্চার হয় দর্শক গ্যালারিতে।
উল্লাসিত হয়ে ওঠেন দর্শকরা। আর মাশরাফিকে স্বাগত জানিয়ে স্লোগান শুরু করেন ‘নৌকা নৌকা’। গ্যালারির এক দিকে থেকে স্লোগান শুরু হলেও অল্প সময়েই পুরো দর্শক গ্যালারি মুখরিত হয় ‘নৌকা নৌকা’ স্লোগানে।
বর্তমানে বাংলাদেশে মাশরাফির খেলার চেয়েও বড় ইস্যু তার রাজনীতিতে যোগ দেওয়া। সব কিছু ছাপিয়ে আলোচনার বস্তু এটাই। মাঠের বাইরের রেশ এবার মাঠেও এসে পড়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে দাঁড়ানোর পরও মাঠে নেমেছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক। তাই মাঠেও শোনা গেছে রাজনৈতিক স্লোগান।