একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের বিএনপির প্রার্থী ফজলুল হক মিলনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গ্রামের বাড়ি কালীগঞ্জের বর্তুল থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
ফজলুল হক মিলন জেলা বিএনপির সভাপতি ও দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ জানান, সকাল ১০টার দিকে ফজলুল হক মিলন গ্রামের বাড়িতে আসেন। পরে দুপুর আড়াইটার দিকে তাকে গাজীপুর ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।
তিনি আরো বলেন, ফজলুল হক মিলন সব মামলায় জামিনে ছিলেন। কয়েকদিন আগে তার ঢাকার বাসায় রাতে অভিযান চালিয়েছিল পুলিশ। গ্রেফতার আতঙ্কে তিনি এতদিন এলাকায় আসেননি। তিনি গাজীপুর-৫ আসনের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

