১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৯

ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন স্থগিত

সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর না হওয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনার মনোনয়ন স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার দুপুরে ওই আসনে জাতীয় পার্টির বর্তমান এমপি ও মহাজোট প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়ার এক রিট আবেদনের প্রেক্ষিতে তার মনোনয়ন স্থগিত করা হয়।

লুনার সরকারি চাকরি (ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার) পদ থেকে অবসর নেয়ার তিন বছর পার না হওয়া সত্ত্বেও সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনী বিধি মোতাবেক তার মনোনয়ন স্থগিত করা হয়।

এর আগে এমপি এহিয়া এ বিষয়ে নির্বাচন কমিশনে দুই বার আপিল করেছিলেন। কিন্তু নির্বাচন কমিশন এহিয়ার আপিল খারিজ করেন।

এ বিষয়ে লুনার ব্যক্তিগত সহকারী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম স্থগিতাদেশ দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আমরা উচ্চ আদালতে আপিল করব।

প্রকাশ :ডিসেম্বর ১৩, ২০১৮ ৩:৩১ অপরাহ্ণ