১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

উন্নয়নের জোয়ারটা যেন অব্যাহত রাখতে পারি: প্রধানমন্ত্রী

উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার পথে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মোড়ে নির্বাচনী পথসভায় এ আহ্বান জানান তিনি।

এসময় ফরিদপুর-৪ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ পক্ষে ভোট চান শেখ হাসিনা।

তিনি বলেন, দেশে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে, পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যাবে। ২০০১ সালে সেতু নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। বিএনপি ক্ষমতায় আসল, তা বন্ধ করে দিল। আগামীতে কেউ এসে যেন আমাদের কাজ বন্ধ করতে না পারে সেজন্য আপনাদের ভোট মূল্যবান।

প্রধানমন্ত্রী বলেন, মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ করে কেউ যেন আপনাদের ভোট ছিনিয়ে নিতে না পারে সেজন্য অবশ্যই আপনারা জনমত সৃষ্টি করে ভোট কেন্দ্র পাহারা দিয়ে আপনার ভোট আপনি দেবেন এবং নৌকা মার্কায় ভোট দেবেন। যেন উন্নয়নের জোয়ারটা অব্যাহত রাখতে পারি।

তিনি বলেন, এই নির্বাচনে আপনাদের কাছে আমার আহ্বান, এখানে আমরা প্রার্থী দিয়েছি কাজী জাফরউল্লাহ সাহেবকে। বাংলাদেশ আওয়ামী লীগের তিনি প্রতিনিধি। সেই মনোনিত প্রার্থীকে আপনারা জয়যুক্ত করবেন। এই মাস আমাদের বিজয়ের মাস। নৌকার বিজয়ের মাস।

বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একাদশ জাতীয় নির্বাচনের প্রচার শুরু করেন শেখ হাসিনা। সেখানে রাতে অবস্থানের পর বৃহস্পতিবার ঢাকার পথে রওনা হয়েছেন আওয়ামী লীগ সভাপতি।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার টুঙ্গীপাড়া থেকে সড়কপথে ঢাকায় ফেরার সময় ৭টি জনসভা ও পথসভায় ভাষণ দেবেন।

ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও ঢাকার ধামরাইয়ে এসব জনসভা ও পথসভা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। এসব এলাকায় বইছে উৎসবের আমেজ। প্রিয় নেত্রীকে একনজর দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।

প্রকাশ :ডিসেম্বর ১৩, ২০১৮ ৩:০৪ অপরাহ্ণ