১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

লাইফটিভির যাত্রা শুরু

নান্দনিক জীবনের প্রতিচ্ছবি স্লোগানে যাত্রা শুরু করলো লাইফস্টাইল নিয়ে আইপি টিভি লাইফটিভি ( www.lifetv24.com)।

বুধবার দুপুরে (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আনন্দঘন পরিবেশে বাটন টিপে নতুন এ অনলাইন টিভির শুভ সূচনা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

লাইফটিভি২৪ ডট কম সম্পাদক সিনিয়র সাংবাদিক আনোয়ার হক জানান, সব ধরনের নতুন নতুন তথ্য-বিনোদন তথা লাইফস্টাইলের ‘এ টু জেড’ সমাধান থাকবে এ অনলাইন পোর্টালে। নীতি-নৈতিকতাকে ঊর্ধ্বে রেখে মানুষকে ভালো পথে রাখা ও ভালো থাকার সব সম্ভাবনা কাজে লাগাতে চায় ‘লাইফটিভি’।

তিনি জানান, অনলাইন ভার্সনের পাশাপাশি প্রকাশিত হবে ত্রৈমাসিক আকর্ষণীয় লাইফস্টাইল ম্যাগাজিন ‘লাইফ’।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন ‘লাইফটিভি’ মানুষের জীবন-মান উন্নয়ন নিয়ে কথা বলবে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করি। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে পাশে থাকার অঙ্গীকার জানান তিনি।

বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল তুলে ধরেন দেশ-বিদেশে নিজের দীর্ঘ অভিজ্ঞতার খণ্ড খণ্ড চিত্র। বলেন, বাংলাদেশের গ্রাম-গঞ্জ তথা প্রত্যন্ত অঞ্চলের তথা মাটি-মানুষের কাছে যেতে হবে। তুলে ধরতে হবে গ্রামীণ জনপদের সাধারণ আটপৌরে জীবন-যাপনের চিত্র। সেখানেই রয়েছে ফ্যাশন কিংবা নিজেকে পূর্ণাঙ্গ করার সব অনুষঙ্গ।

সাফল্য কামনা করে সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর বলেন, দেশের মানুষের কাছে জনপ্রিয় গণমাধ্যম হিসেবে কাজ করবে ‘লাইফটিভি’। এর মাধ্যমে মানুষ বস্তুনিষ্ট তথ্য ও পরিচ্ছন্ন বিনোদন পাবে।

সাবেক সচিব এবং এ টু আই প্রজেক্টের উদ্যোক্তা, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান বলেন, লাইফস্টাইল নিয়ে তথ্য-প্রযুক্তি জগতে নতুন এ উদ্যোগ নিঃসন্দেহে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব ধরনের মানুষের জীবনবোধ সৃষ্টিতে সহায়ক হবে। নতুন নতুন আইডিয়া নিয়ে তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ সুযোগ কাজে লাগিয়ে ইতিবাচক গণমাধ্যম প্রতিষ্ঠা তথা দেশকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখতে অগ্রণী হবে ‘লাইফটিভি’।

লাইফটিভির উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় আরও অংশ নেন সিনিয়র সাংবাদিক রহমান মুস্তাফিজ, পুষ্টিবিদ ইসরাত জাহান, নির্মাতা মোসহীন আলী, সংবাদ পাঠিকা কাজী তামান্না, কুক-অ্যান্টস’র নির্বাহী ইনজামামুল হক ঈমন।

প্রকাশ :ডিসেম্বর ১৩, ২০১৮ ১২:১৪ অপরাহ্ণ