২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২১

ইসির আইন কর্মকর্তার বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ

নির্বাচন কমিশনের (ইসি) আইন কর্মকর্তা সেলিম মিয়ার বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বাতিল হওয়া এক ব্যক্তি। সাদাকাত খান ফাক্কু নামের এই ব্যক্তি অভিযোগ করেছেন, তিনি মনোনয়নপত্র বাতিলের প্রত্যয়নপত্র চাইতে গেলে সেলিম মিয়া তাঁকে অকথ্য ভাষায় গালি দেন ও র‍্যাব-পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেন।

এ বিষয়ে প্রতিকার চেয়ে আজ মঙ্গলবার সাদাকাত খান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কাছে চিঠি দিয়েছেন। অভিযোগে সাদাকাত বলেছেন, ৮ ডিসেম্বর তিনি ইসির রায়ের প্রত্যয়িত কপির জন্য আবেদন করেন। রাত ১০টার দিকে তিনি কপির জন্য গেলে ইসির আইন শাখা থেকে জানানো হয় পরদিন সকাল ১০টায় পাওয়া যাবে। পরদিন ৯ ডিসেম্বর সকালে যাওয়ার পর আইন শাখা থেকে জানানো হয় রাতে পাওয়া যাবে।

সাদাকাত খান জানান, সারা দিন অপেক্ষার পর রাত ১০টার দিকে তিনি মুখ্য সচিব সেলিম মিয়ার কাছে যান। তখন সেলিম মিয়া বলেন, ‘আমরা কি বসে আছি?’
সাদাকাত বলেন, ‘স্যার, আমিও ২৪ ঘণ্টা ধরে অপেক্ষা করছি।’
সেলিম মিয়া বলেন, ‘সারা রাত অপেক্ষা করেন।’
সাদাকাত বলেন, ‘এ কেমন কথা স্যার?’
তখন সেলিম মিয়া রেগে গিয়ে বলেন, ‘আপনি কি ১০টাও ভোট পাবেন?’

তখন আত্মপক্ষ নিয়ে নিয়ে সাদাকাত বলেন, ‘ভোট পাই বা না পাই, রায়ের কপি পাওয়াটা আমার অধিকার।’
সাদাকাত বলেন, ‘অধিকারের কথা বলায় সেলিম মিয়া ক্ষেপে গিয়ে বলেন, “বেশি কথা বলবেন না।” এই কথা বলে তিনি তেড়ে এসে আমাকে থাপ্পড় মারার চেষ্টা করেন। এ সময় ওনার সহকর্মীদের অনুরোধে আমি রুম ছেড়ে বেরিয়ে আসি। কিন্তু উনি আমার পিছু পিছু বেরিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং র‍্যাব-পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন।’

সিইসির উদ্দেশে সাদাকাত খান আরও বলেন, তিনি ঢাকা-১৬ আসনে বিহারিদের অধিকার নিয়ে কাজ করেন। এই আসনে বিহারি ভোটারের সংখ্যা ৭০-৮০ হাজারের মতো। তাই তিনি এই আসনে প্রার্থী হতে চান। কিন্তু রিটার্নিং কর্মকর্তা ও ইসি তার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করেছে। এ অবস্থায় তিনি আদালতের শরণাপন্ন হতে চান। কিন্তু ইসির যুগ্ম সচিব উদ্দেশ্যমূলকভাবে তাঁকে প্রত্যয়নপত্র দিচ্ছেন না। যে কারণে তিনি আদালতে যেতে পারছেন না।

এ বিষয়ে জানতে আজ ইসিতে একাধিকবার সেলিম মিয়ার কক্ষে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। টেলিফোনে যোগাযোগ করলে তিনি জানান, সভার কাজে ব্যস্ত আছেন।

ইসি গত ৬,৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের ওপর শুনানি গ্রহণ করে। আপিলে যাঁরা হেরেছেন, তাঁদের অনেকই ইসি থেকে প্রত্যয়নপত্র নিয়ে আদালতের শরণাপন্ন হয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন। ইসি সচিবালয় সূত্র জানায়, তাদের আইন শাখা যথাসময়ে আবেদনকারীদের প্রত্যয়নপত্র দিতে পারছে না, যে কারণে আবেদনকারীদের অনেককে আজও দিনভর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

প্রকাশ :ডিসেম্বর ১১, ২০১৮ ৮:৪৪ অপরাহ্ণ