১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৫

জুটিতে শতক, নিজেরাও করেছেন ব্যক্তিগত পঞ্চাশ

বাংলাদেশ দলের ‘পঞ্চপাণ্ডবে’র সামর্থ্য বা প্রতিভা নিয়ে কোনো শংশয় নেই কারো মনে। নিয়মিতই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে যান শরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহীমরা।

তেমনিভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও একই কাজ করেছেন পঞ্চপাণ্ডবের দুই সদস্য তামিম ইকবাল ও মুশফিকুর রহমান। দ্বিতীয় উইকেট জুটিতে শতরানের গড়ে দলকে এনে দিয়েছেন ডানহাতি-বাঁহাতি এ জুটি।

মাত্র দ্বিতীয় ওভারে লিটন দাস ইনজুরিতে ও চতুর্থ ওভারে ইমরুল কায়েস আউট হওয়ার পর পরিস্থিতি সামাল দেন তামিম ও মুশফিক। তামিমের পরে নামলেও ব্যক্তিগত পঞ্চাশ আগে করেন মুশফিক। ৪ চারের মারে ৬২ বলে ক্যারিয়ারের ৩২তম ফিফটি করেছেন তিনি।

মুশফিকের পরপরই ৬১ বল খেলে ৪ চার ও ১ ছক্কার মারে ৪৩তম পঞ্চাশ করেন তামিম। তবে ফিফটি করার পরপরই দেবেন্দ্র বিশুর বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিডউইকেট হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তামিম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২৭। ৭০ বলে ৫৯ রান নিয়ে মুশফিক ও ২ বলে ১ রান নিয়ে খেলছেন সাকিব আল হাসান।

এর আগে ম্যাচের মাত্র নবম বলেই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাসকে। তবে নিজের উইকেট হারিয়ে নয়, গোড়ালিতে গুরুতর ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছেন তিনি।

ক্যারিবীয়ান গতি তারকা ওশেন থমাসের করা ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দ্রুতগতির ইয়র্কারটি সামাল দিতে পারেননি লিটন। তার করা ফ্লিক শটটি গিয়ে আঘাত হানে সরাসরি লিটনের পায়ের গোড়ালির পাশের অরক্ষিত অংশে।

পড়িমড়ি করে এক রান সম্পন্ন করলেও নন স্ট্রাইক প্রান্তের পপিং ক্রিজ ছুঁয়েই মাটিতে শুয়ে পড়েন লিটন। পায়ের ব্যথার আর উঠে দাঁড়াতে পারেননি তিনি। তাৎক্ষণিকভাবে দলের ফিজিও এসে পর্যবেক্ষণ কতেন তার অবস্থা। ব্যথা গুরুতর দেখে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় লিটনকে।

উদ্বোধনী ব্যাটসম্যান লিটন সাজঘরে ফিরে যাওয়ায় উইকেটে আসতে হয় ইমরুল কায়েসকে। মাঠ ছাড়ার আগে ১ চারের মারে ৭ বল থেকে ৫ রান করেছেন লিটন।

দুই ম্যাচেই নির্ভার থেকে খেলার সুযোগ ছিল বাংলাদেশ দলের টপঅর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েসের সামনে। কিন্তু দুই ম্যাচেই ব্যর্থ হলেন তিনি। প্রথম ম্যাচে অন্তত ৪ রান করতে পেরেছিলেন, কিন্তু আজ দ্বিতীয় ম্যাচে রানের খাতাও খুলতে পারেননি ইমরুল।

প্রথম ম্যাচে ওশেন থমাসের বলে সরাসরি বোল্ড হয়েছিলেন তিনি। আর এবার ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। আউট হওয়ার আগে এলোমেলো ব্যাটিংয়ে খেলেছেন মোট ৬টি বল। তার বিদায় উইকেটে আসেন মুশফিকুর রহিম।

প্রকাশ :ডিসেম্বর ১১, ২০১৮ ৩:৩৫ অপরাহ্ণ