১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৫

আন্তঃবিশ্ববিদ্যালয় আইডিয়া প্রতিযোগিতার ফাইনালে সেরা ১০ বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আন্তঃবিশ্ববিদ্যালয় ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট-২০১৮’এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের ‘ক্যারিয়ার ক্লাব’ আয়োজিত আইডিয়া কনটেস্ট চূড়ান্ত পর্বে অংশ নেবে দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়।

প্রথম পর্বের প্রতিযোগিতায় ৫৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের পর তাদের মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়কে বাছাই করা হয় চূড়ান্ত পর্বের জন্য। বাছাইকৃত ১০টি বিশ্ববিদ্যালয় গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

ফাইনালে অংশগ্রহণকারী দশ বিশ্ববিদ্যালয়গুলো হল: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আইবিএ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, প্রতিযোগিতাটিতে ৫৮ টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ৫০০ এর অধিক আইডিয়া জমা দিয়েছিলেন। সেখান থেকে সেরা ৫০ টি আইডিয়া কে দ্বিতীয় রাউন্ডে প্রতিযোগিতা করার সুযোগ প্রদানপূর্বক সেরা ১০ টি দলকে চূড়ান্ত পর্বে আইডিয়া উপস্থাপনের সুযোগ প্রদান করে এ ক্লাবটি।

প্রকাশ :ডিসেম্বর ১১, ২০১৮ ১২:২২ অপরাহ্ণ