১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৬

বলিউডে নাম লেখাচ্ছেন শচীন টেন্ডুলকারের মেয়ে

ভারতীয় সাবেক ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের বেশ কিছু ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে বলছেন, রূপে রঙে তিনি বলিউড তারকাদেরও হার মানিয়েছেন। ‘শচীন অ্যা বিলিয়ান ড্রিমস’ ছবির প্রিমিয়ারে বেশ আলোচনায় আসেন সারা টেন্ডুলকার।

বিশ বছর বয়সী সারা বর্তমানে লন্ডনের একটি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছেন। ইনস্টাগ্রামেও বেশ সরব তিনি। বর্তমানে তার ফলোয়ার্সের সংখ্যা ১৯৭ হাজার। নতুন খবর হলো- এবার বলিউড সিনেমায় নাম লেখাতে চলেছেন শচীনের মেয়ে। শিগগিরই বলিউডে অভিষেক হতে চলেছে তার।

জানা গেছে, আমির খানের ‘দিল্লি বেলি’র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে অঞ্জলি আর সারাকে দেখতে পাওয়ার পর থেকেই সারার বলিউড ডেবিউ নিয়ে সরগরম হয় মিডিয়া। শোনা গিয়েছিল, শহীদ কাপুরের বিপরীতেই প্রথম বড় পর্দায় মুখ দেখাবেন সারা।

বয়স মাত্র ২০ হলে কী হবে এরই মধ্যে তার লাভ-লাইফ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোচিত তিনি। গুঞ্জন ছড়ায় টিভি অভিনেতা হিমাংশু কোহালির সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন সারা। তবে এই সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি তিনি। এমনকি শচীনও এড়িয়ে গেছেন বিষয়টি।

প্রকাশ :ডিসেম্বর ১১, ২০১৮ ৯:৩৭ পূর্বাহ্ণ