১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৮

মোদির পাশে তৈমুর!

জন্মের পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে স্টার কিডস তৈমুর আলী খান। তৈমুরের ছবি মানেই যেন ভাইরাল।

পতৌদি পরিবারের কনিষ্ঠ সদস্য বলেই হয়ত তাকে নিয়ে প্রতিনিয়ত হইচই চলছে। ভারতের খবরের শিরোনামেও দেখা গেছে ছোট্ট তৈমুরকে।

ইতিমধ্যে অসংখ্য ভক্ত তৈরি হয়েছে এই খুঁদে প্রাণের। তৈমুরের সব ধরনের খোঁজ খবর যেন আলোচনার বড় একটি বিষয়।

এ নিয়ে তৈমুরের দাদিমা শর্মিলী ঠাকুরসহ কারিনা কাপুরও বেশ বিরক্ত।

সম্প্রতি সাইফ ও কারিনা দুইজনই তৈমুরের ছবি প্রকাশ না করতে অনুরোধ জানান পাপারাজ্জিদের। তৈমুর ক্ল্যামেরার ফ্ল্যাসকে ভয় পায় বলেই এমন অনুরোধ করেন তারা।

কিন্তু সে কথায় তেমন একটা কাজ হয়নি।

সম্প্রতি ভারতে ‘নিউজমেকার অফ দ্য ইয়ার-২০১৮’ এর তালিকা প্রকাশ করেছে ইয়াহু।

সেখানে ২০১৮ সালে ভারতের খবরে সবচেয়ে বেশি আলোচিত নাম দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আর ইয়াহুর সেই তালিকার দশম স্থানে রয়েছে সাইফ আলী খান তনয় তৈমুর।

উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর ২ বছরে পা রাখতে যাচ্ছে তৈমুর আলী খান। পরিবার পরিজনের সঙ্গে সেদিনের অপেক্ষায় রয়েছেন ভারতের মিডিয়া কর্মীরা।

জানা গেছে, জন্মদিনের আগেই গত ৭ ডিসেম্বর মুম্বাইয়ের এক অভিজাত হোটেলে ছেলে তৈমুরের প্রাক জন্মদিন পার্টির আয়োজন করেছেন বলি অভিনেত্রী কারিনা কাপুর।

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৮ ৬:৫৫ অপরাহ্ণ