ঢাকা-২ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ ও নিজের নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছেন।
সোমবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদকে চিঠি দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের ছেলে। চিঠিতে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন।
ইরফান ইবনে আমান স্বশরীরে নির্বাচন ভবনে গিয়ে সচিবের দফতরে এই চিঠি দেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল ইসলাম মন্ত্রী হয়ে প্রটোকল সুবিধা নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
তিনি সরকারি সুবিধা নিয়ে নির্বাচনে নিরপেক্ষতা হারাচ্ছেন। এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য আমি ইসিকে বলেছি। এছাড়া নিজের নিরাপত্তা চেয়ে ইসির কাছে চিঠি দিয়েছি।