১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৪

ব্যর্থতার আরেকটি বছর মোহামেডানের

ফুটবল মাঠে ব্যর্থতার আরেকটি বছর পার করলো দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। রোববার চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করে স্বাধীনতা কাপের গ্রুপ থেকে বিদায় নিয়েছে দলটি। এর মধ্যে দিয়ে টানা তিনটি টুর্নামেন্টে নকআউট পর্বে উঠতে ব্যর্থ হলো সাদা-কালো শিবির। তিনটি টুর্নামেন্টই হয়েছে ২০১৮ সালে। যার দুটি স্বাধীনতা কাপ ও একটি ফেডারেশন কাপ।

বছরের শুরুতে প্রথম স্বাধীনতা কাপের গ্রুপ পর্বের দুটি ম্যাচ ড্র করে বিদায় নিয়েছিল মোহামেডান। অক্টোবর-নভেম্বরে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকেও বিদায় নিয়েছিল তারা। রোববার বিদায় নিলো চলমান স্বাধীনতা কাপ থেকে। চার দলের গ্রুপে থেকে মোহামেডান দুটি ম্যাচ গোলশূন্য ড্র করেছে, একটি হেরেছে। তিন ম্যাচে কোনো গোল করতে না পারা মোহামেডান বিদায় নিয়েছে চার দলের মধ্যে চতুর্থ হয়ে।=

দিনের প্রথম ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে রহমতগঞ্জের ৩-০ গোলের জয়ের পরই বিদায় ঘন্টা বেজেছিল মোহামেডানের। রহমতগঞ্জের বড় জয়ে সাদা-কালোদের সামনে দাঁড়িয়েছিল কঠিন সমীকরণ। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য তাদের প্রয়োজন ছিল ৫-০ গোলের জয়। জয়তো দুরের কথা, মোহামেডান কোনো গোলই করতে পারেনি। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে মাথা নিচু করে ক্লাবে ফিরেছেন খেলোয়াড়রা।

প্রিমিয়ার লিগ, দুটি স্বাধীনতা কাপ ও একটি ফেডারেশন কাপ মিলে ২০১৮ সালে ১১ টি ম্যাচ খেলেছে মোহামেডান। এর মধ্যে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে তারা। ড্র করেছে ৬ ম্যাচ, হেরেছে তিনটিতে। ২০১৮ সালটি মোহামেডানের জন্য হতাশার হয়েই থাকলো।

মোহামেডানের বিদায়ের দিনে হাসিমুখে ঘরে ফিরেছে রহমতগঞ্জ। পুরোনো ঢাকার ক্লাবটি উঠেছে কোয়ার্টার ফাইনালে। মোহামেডানের সঙ্গে ড্র করে চট্টগ্রাম আবাহনী ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয় ও রহমতগঞ্জ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ। নবাগত নোফেল এসসি গ্রুপে তৃতীয়, চার মোহামেডান।

প্রকাশ :ডিসেম্বর ৯, ২০১৮ ৮:৪৭ অপরাহ্ণ