১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৭

সংগীত পরিচালনায় ‘ও টুনির মা’ খ্যাত শিল্পী

শুধু গায়ক নয়, সংগীত পরিচালক হিসেবে আবির্ভূত হচ্ছেন ‘ও টুনির মা’ গানটির শিল্পী প্রমিত। প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে সংগীত পরিচালনা করতে যাচ্ছেন তিনি।

ভারতীয় জনপ্রিয় গানের সুরে প্রমিতের ‘ও টুনির মা তোমার টুনি কথা শোনে না’ গানটি বাংলাদেশসহ ভারতে বেশ ঝড় তুলেছিল।

প্রথম গানের পরেই আর পেছনে তাকাতে হয়নি প্রমিতকে।

এর পর তার কণ্ঠে ‘দুলাভাই ও দুলাভাই, চলো না সিনেমা দেখিতে আজই যাই’, ‘সাধুবাবা’সহ বেশ কয়েকটি গান প্রথমটির মতো সফলতা না পেলেও জনপ্রিয়তা পেয়েছে।

সূত্রের খবর, বাংলা সিনেমার জন্য গান গাইছেন প্রমিত। সেই গানগুলোর পরিচালনায়ও থাকছেন তিনি।

চিত্রপরিচালক রাজু চৌধুরী পরিচালিত ‘রাজকন্যা’ শিরোনামের ছবির জন্য সংগীত পরিচালনা করবেন প্রমিত।

আগামী ১০ ডিসেম্বর ছবিটির গান ‘অল্প আদরে’ শিরোনামের গানটি রেকর্ড করা হবে।

গানটির শিল্পী তাহমিনা মিম ও প্রমিত নিজে।

টালিউড ছবি ‘হরিচাদ ঠাকুর’-এর পর চলচ্চিত্রে কোনো গান করা হয়ে ওঠেনি প্রমিতের।

তাই ঢালিউড ছবিতে সংগীত পরিচালনার অদম্য ইচ্ছা পূরণ হতে চলেছে জানিয়ে প্রমিত বলেন, ‘ সুযোগটা পেয়ে নিজেকে ধন্য মনে করছি।’

‘রাজকন্যা’র পর অপূর্ব রানার ‘সংসার’-এর জন্যও দুটি গান করবেন বলে জানান তিনি।

সম্প্রতি প্রমিতের কণ্ঠে অনুরূপ আইচের লেখা গান ‘নিউ টুনি’ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

গানটি সুর করেছেন খালেদ মুন্না ও সংগীত পরিচালনা করেছে জাহিদ বাশার পংকজ।

প্রকাশ :ডিসেম্বর ৯, ২০১৮ ৩:১৬ অপরাহ্ণ