২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৫২

উয়েফার টুর্নামেন্ট খেলতে থাইল্যান্ডে কিশোর ফুটবলাররা

ভেন্যু থাইল্যান্ডের বুরিরাম। চার দলের তিনটিই এশিয়ার। তারপরও এ টুর্নামেন্টের মর্যাদা আলাদা। ১০ থেকে ১৪ ডিসেম্বর এখানে যে চারজাতি অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ হচ্ছে তার আয়োজক যে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)! বাংলাদেশ, স্বাগতিক থাইল্যান্ড, মালদ্বীপ ও ইউরোপের দেশ সাইপ্রাস খেলছে এই টুর্নামেন্টে। শনিবার সকালে থাইল্যান্ডে পৌঁছেছে পারভেজ বাবুর শিষ্যরা।

থাইল্যান্ডে যাওয়া বাংলাদেশের দলটি নভেম্বরে নেপাল থেকে জিতে এসেছে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। দলে বেশ কয়েটা পরিবর্তন অবশ্য আছে। পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন গোলরক্ষক সাগর সরকার, ডিফেন্ডার আবু তালেব, উইঙ্গার রাহুল রহিম, ফরোয়ার্ড আরিফুল হক সীমান্ত এবং লাবিবুর রহমান।

বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ ডিসেম্বর সাইপ্রাসের বিরুদ্ধে। ১২ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ থাইল্যান্ড। ১৪ ডিসেম্বর শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে মালদ্বীপের সঙ্গে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি হবে চ্যাম্পিয়ন।

প্রকাশ :ডিসেম্বর ৮, ২০১৮ ৫:৪৯ অপরাহ্ণ