১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২১

ইসিতে খালেদার আপিল শুনানি পর সিদ্ধান্ত স্থগিত, আদেশ বিকালে

তিনটি আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানির পর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আজ বিকেলে আদেশ দেওয়া হবে।

শনিবার দুপুরে নির্বাচন কমিশনে খালেদা জিয়ার আপিলের শুনানি হয়। শুনানির পর সিদ্ধান্ত স্থগিত করেছে ইসি| বিকালে শুনানির সিদ্ধান্ত জানানো হবে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

খালেদার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী| এ সময় উপস্থিত ছিলেন মাহবুব উদ্দিন খোকন, মাসুদ প্রমুখ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন শুনানির আজ শেষ দিনে ২৩৩টি আবেদনের নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন (ইসি)।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্রই বাতিল করা হয়। তিনি ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

প্রকাশ :ডিসেম্বর ৮, ২০১৮ ২:৪১ অপরাহ্ণ