১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

জাতিসংঘে হামাসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব প্রত্যাখ্যান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে নিন্দা প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে বৃহস্পতিবার তোলা প্রস্তাব নাকচ করে দিয়েছে বেশিরভাগ সদস্য রাষ্ট্র।

এর মধ্যদিয়ে মূলত ভেস্তে গেল ফিলিস্তিনকে দুর্বল করতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আরেক পরিকল্পনা। পরাজয় সত্ত্বেও প্রস্তাবের পক্ষের দেশগুলোকে স্বাগত জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রস্তাব তোলায় ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত নিকি হ্যালিকে। খবর এএফপির।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। সেই সঙ্গে বহুদিন ধরে আন্তর্জাতিকভাবে সেটা প্রমাণ করে সংগঠনটিকে নিষিদ্ধের পাঁয়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় ওয়াশিংটনের উদ্যোগে বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে তোলা হয় প্রস্তাবটি। ভোটাভুটিতে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়ে নাকচ করে দিয়েছে ৮৭টি দেশ। মাত্র ৫৭টি দেশ পক্ষে ভোট দিয়েছে। ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ৩৩টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল।

প্রকাশ :ডিসেম্বর ৮, ২০১৮ ১০:৫০ পূর্বাহ্ণ