১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

ভিকারুননিসার নতুন অধ্যক্ষ হাসিনা বেগম

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলে নতুন অধ্যক্ষ হিসেবে প্রতিষ্ঠানটির অর্থনীতি বিষয়ের শিক্ষক হাসিনা বেগমকে নিয়োগ দেওয়া হয়েছে। গণিত বিষয়ের সিনিয়র শিক্ষক মোহসিন তালুকদারকে মূল প্রভাতি শাখার প্রধান করা হয়েছে। গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার সিদ্ধান্তের বিষয়টি জানান। বর্তমানে শিক্ষক হাসিনা বেগম সবার সিনিয়র। সে কারণে তাঁকে এ পদে দায়িত্ব দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আখতার ও শ্রেণি শিক্ষক হাসনা হেনার বিরুদ্ধে ‘আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগ এনে তাঁদের বরখাস্ত করা হয়। ফলে ওই দুটি পদ শূন্য হয়।

প্রকাশ :ডিসেম্বর ৮, ২০১৮ ৯:২৭ পূর্বাহ্ণ