বিভিন্ন জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা-১৭ আসন থেকে নৌকার প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন নায়ক ফারুক।
শুক্রবার দুপুরে ফারুক গণমাধ্যমকে জানান, ঢাকা-১৭ আসন থেকে নৌকার প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশ নেবেন।দলের পক্ষ থেকে তাকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে তাকে।
ঢাকা-১৭ আসন থেকে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ আর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খানও এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু গোড়া থেকেই ফারুক ছিলেন প্রচণ্ড আত্মবিশ্বাসী।
ঢাকার গুলশান-বনানী-ঢাকা সেনানিবাস-ভাষানটেকের কিছু অংশ নিয়ে ঢাকা-১৭ আসন। শুরুতে গাজীপুর-৫ (কালীগঞ্জ) থেকে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু দল তাকে ঢাকা-১৭ থেকে মনোনয়নপত্র সংগ্রহের পরামর্শ দেয়। স্কুলজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ফারুক।
ঢাকা-১৭ আসন থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আগে একটা শঙ্কা দেখা দেয়। সব আশঙ্কা দূরে ঠেলে অবশেষে আওয়ামী লীগ থেকে আগামী নির্বাচনের চূড়ান্ত মনোনয়ন পান ফারুক।