১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১০

মহাজোটের শরিকদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দিচ্ছে আ’লীগ

মহাজোটের শরিকদের মধ্যে আসন বণ্টনের রফা হয়েছে।কে কতটি আসন পাচ্ছে সেই চিঠি তাদের দেয়া হচ্ছে।শরিকদের মধ্যে যারা নৌকা প্রতীকে ভোট করবেন তাদের চিঠি দিয়ে নিশ্চিত করা হচ্ছে।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে অাওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে এসব চিঠি সংগ্রহ করছেন জোটের প্রার্থীরা।

এ পর্য্ত মহাজোটের শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি পেয়েছে ৫ টি আসনের চিঠি।তিনটি করে আসন পেয়েছে জাসদ (ইনু) ও বিকল্পধারা বাংলাদেশ, আর দুটি আসনে তরিকত ফেডারেশনের প্রার্থীদের চিঠি দেয়া হয়েছে।

এছাড়া দল থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদেরও চিঠি দেয়া হচ্ছে।কিশোরগঞ্জ-১ আসনের চূড়ান্ত প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলামের চিঠি তার ব্যক্তিগত সহকারী শাহীনের হাতে তুলে দেয়া হয়েছে।

প্রকাশ :ডিসেম্বর ৭, ২০১৮ ১২:০০ অপরাহ্ণ