১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

রাতে ঘোষণা হচ্ছে না বিএনপির প্রার্থী তালিকা

বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা বৃহস্পতিবার রাতে ঘোষণা করা হচ্ছে না বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় এ কথা জানান তিনি।

এর আগে বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা বৃহস্পতিবার রাত ৮টার পর ঘোষণা করা হবে।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রার্থী তালিকা ঘোষণা করলে দলে কোন্দল দেখা দেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ‘আমি উনার বক্তব্যের জবাব সাধারণত দিতে চাই না। তিনি বলেছিলেন, বিএনপি প্রার্থী দিতে পারবে না, সংকটে পড়বে। আমরা সাড়ে ৮০০ প্রার্থী দিয়েছি। তিনি বললেন, বিএনপি ভেঙে সবাই আওয়ামী লীগে যোগ দেবে। এখনও কেউ যায়নি। তারা ভয় পাচ্ছে বলেই এসব বলছে।’

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের নির্বাচনের সুযোগ দেয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ন্যায় বিচার পেলে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও প্রার্থিতা ফিরে পাবেন।’

তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তারা দলের অসংখ্য নেতাকে নির্বাচনের অযোগ্য করেছিলেন। আজকে আপিলে তারা বৈধ হয়েছেন। এ জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এটা একটি বিজয়। একইভাবে বিজয়ের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’

প্রকাশ :ডিসেম্বর ৬, ২০১৮ ৯:৩৮ অপরাহ্ণ