১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫২

বিরাট বিনে প্রাণ বাঁচে না অনুষ্কার

বন্ধুকে নিয়ে রাধারমণ দত্ত লিখেছিলেন, বন্ধু বিনে প্রাণ বাঁচে না/আমি রব না রব না গৃহে/বন্ধু বিনে প্রাণ বাঁচে না…

সেই বন্ধু যদি হয় প্রাণ সখা তবে কেন নাহি হবে দেখা? ভারতের তারকাজুটি আনুষ্কা শর্মা আর বিরাট কোহলির জীবনে যেন রাধারমণ দত্তের কবিতার প্রতিফলন দেখা যাচ্ছে।

বিরাট আর আনুষ্কার বিয়ের বর্ষপূর্তি হতে যাচ্ছে আগামী ১১ ডিসেম্বর। হাতে এখনো প্রায় ১ সপ্তাহ সময়। এর মধ্যে বিরাট কোহলি রয়েছেন অস্ট্রেলিয়ায়।

কিন্তু বন্ধু বিনে আনুষ্কার প্রাণ যেন বাঁচছে না। তাই দিনক্ষণ আসতে সপ্তাহখানেক বাকি থাকলেও হঠাৎ উড়ে গেছেন অস্ট্রেলিয়ায়। সেখানে বিয়ে বর্ষপূর্তি সেলিব্রেশন করবেন তারা।

কোহলি যখন অস্ট্রেলিয়া গিয়েছিলেন তখন ‌‌জিরো ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন আনুষ্কা। তাই হাতের কাজ সেরেই উড়াল দিলেন বিরাটের কাছে।

প্রকাশ :ডিসেম্বর ৬, ২০১৮ ৭:৫৪ অপরাহ্ণ