১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

আজ একক প্রার্থীদের চিঠি দেবে বিএনপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ বৃহস্পতিবার একক প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিএনপি।

বেলা ১১টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তালিকা প্রকাশ করা হবে। এরপরই একক চূড়ান্ত প্রার্থীদের চিঠিও দেয়া হবে।

গুলশান কার্যালয় সূত্র জানায়, ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে যেসব আসন নিয়ে দরকষাকষি চলছে এবং যেসব আসনে দলের মূল প্রার্থীরা যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন, সেগুলো রেখে ১৫০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান মির্জা ফখরুল।

বিএনপি আট শতাধিক নেতাকে মনোনয়ন দিলেও জমা পড়ে ৬৯৬টি। তবে যাচাই-বাছাইয়ে বাদ পড়ে যান ১৪১ জন। তাদের মধ্যে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াও রয়েছেন।

এর মধ্যে ৯১টির মতো আসনে বিএনপি অথবা তার জোটের একক প্রার্থী প্রায় নিশ্চিত হয়ে গেছে যাচাই-বাছাইয়ে বিকল্প প্রার্থীরা বাদ পড়ে যাওয়ায়।

প্রকাশ :ডিসেম্বর ৬, ২০১৮ ১০:৪৬ পূর্বাহ্ণ