১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

বাংলাদেশ ও মুসলমানদের নিয়ে মন্তব্য, মিয়ানমার দূতকে ডেকে ক্ষমা চাওয়ার আহ্বান

বাংলাদেশ ও মুসলমানদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেছেন মিয়ানমারের এক মন্ত্রী। এ ঘটনার জেরে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ।

গতকাল বুধবার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তাকে বাংলাদেশের পক্ষে কড়া বার্তা জানিয়ে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব খুরশিদ আলম।

মিয়ানমারের মন্ত্রী মঙ্গলবার বলেছিলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মুসলিম রোহিঙ্গাদের মগজ ধোলাই করে তাদের মিয়ানমার অভিমুখে যাত্রা করতে প্ররোচিত করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মিয়ানমারের ধর্ম বিষয়কমন্ত্রীর বক্তব্য যে বাংলাদেশের মানুষের মনে আঘাত হেনেছে, তা কড়াভাবে জানিয়ে দেওয়া হয় রাষ্ট্রদূতকে। তাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতেও বলা হয়েছে।

বুধবার বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ক্ষমা চাইতে বলা হয়। এর জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত বিষয়টি তার দেশে অবহিত করবেন বলে জানান।

প্রকাশ :ডিসেম্বর ৬, ২০১৮ ৯:৩৯ পূর্বাহ্ণ