১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৯

শাহেনশাহর সঙ্গে ফারিয়ার নতুন মিশন

শাকিব খান মানেই চমক। নতুন কিছু। হাজার হাজার ভক্তরা এ নায়কের দিকেই তাকিয়ে থাকেন নতুন কিছু দেখাবেন এই প্রত্যাশায়। কবে এ নায়কের ছবি মুক্তি পাবে এ অপেক্ষায় থাকা দর্শকদের এবার নতুন খবর দিলেন শাকিব। সেটা হচ্ছে আবারও টিভি বিজ্ঞাপনে দেখা যাবে এ নায়ককে। সঙ্গে থাকছেন আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া।

বিজ্ঞাপনটি নির্মাণ করবেন আদনান আল রাজীব। টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান বাংলালিংকের একটি বিজ্ঞাপন এটি। এ প্রসঙ্গে রাজীব বলেন, বিজ্ঞাপনটি অনেক আগেই শাকিব ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। এবার চূড়ান্ত হলো। আশা করি ভালো কিছু্ হবে।’

রাজিব আরও বলেন, ‘দেশের সুপারস্টার তিনি। প্রতিষ্ঠান থেকেই শাকিব ভাইকে দিয়ে বিজ্ঞাপনটি বানানোর কথা বলছিল। তাই আমিও তার সঙ্গে যোগাযোগ করি। শাকিব ভাই হতাশ করেননি। ৯০ সেকেন্ডের কাজটি হচ্ছে। এতে সুপারস্টার হিসেবেই উপস্থাপন করা হবে তাকে।’

বিজ্ঞাপনটি প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘বৃহস্পতিবার বিজ্ঞাপনটির শুটিং হবে। কনসেপ্টটি আমার ভালোলাগায় কাজ করছি। এতে সব কিছুই আমার কাছে গোছানো মনে হয়েছে। প্রপার অ্যারেঞ্জমেন্টও রয়েছে। দেখা যাক কী হয়।’

‘রান আউট’ ফিল্মসের ব্যানারে নির্মিত হবে বিজ্ঞাপনটি। ডিসেম্বর মাসেই নতুনএই বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে জানান নির্মাতা আদনান।

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৮ ৮:৩৩ অপরাহ্ণ