১৯শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:৪২

শিশুর মরদেহ উদ্ধার, ‘মাদকাসক্ত’ বাবা আটক

রাজধানীর বাংলামোটর এলাকার একটি বাসা থেকে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা নুরুজ্জামান কাজলকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ওই বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন।

জানা গেছে, নুরুজ্জামান কাজল স্ত্রী ও দুই শিশু সন্তানসহ ওই বাসায় থাকতেন। মাদকাসক্তের অভিযোগে কাজলের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে বলে জানিয়েছে প্রতিবেশীরা।

প্রতিবেশীদের ভাষ্য থেকে জানা গেছে, বুধবার সকালে বাসায় দোয়া পড়ানোর জন্য এক মৌলভী ডাকেন কাজল। বাসায় শিশুটিকে অচেতন অবস্থায় দেখে ওই মৌলভী বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ওই বাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির বাবা নুরুজ্জামান কাজলকে আটক পুলিশ।

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৮ ৩:২২ অপরাহ্ণ